মাইক্রোসফটের কোপাইলটে যুক্ত হলো চ্যাটজিপিটির ইমেজ জেনারেটর, যে সুবিধা পাওয়া যাবে

www.ajkerpatrika.com প্রকাশিত: ২২ মে ২০২৫, ১২:৩২

মাইক্রোসফট তাদের এআই সহকারী ‘কোপাইলট’-এ যুক্ত করল নতুন এক ফিচার। এর ফলে লেখার পাশাপাশি ব্যবহারকারীর বর্ণনা অনুযায়ী ছবি তৈরি করে দিতে পারবে কোপাইলট। সর্বশেষ জিপিটি-৪ও মডেলের সাহায্যে এবার মাইক্রোসফট ৩৬৫-এর ওয়ার্ড, এক্সেল ও আউটলুকে বসেই তৈরি করা যাবে চোখধাঁধানো গ্রাফিকস বা বাস্তবভিত্তিক ছবি।


সোমবার এক ঘোষণায় মাইক্রোসফট জানায়, কোপাইলটে এই আপডেটের ফলে ব্যবহারকারীরা সরাসরি প্রম্পট দিয়ে ছবি তৈরি করতে পারবেন। এর মাধ্যমে ব্যবহারকারীরা তাদের নথিপত্রে, উপস্থাপনায় কিংবা ই-মেইলে যুক্ত করতে পারবেন নিজের পছন্দমতো ছবি কোনো আলাদা ডিজাইন টুল ছাড়াই।


মাইক্রোসফট কোপাইলট কী


মাইক্রোসফট ৩৬৫-এর অংশ হিসেবে ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, আউটলুক ও টিমসের মতো জনপ্রিয় অ্যাপ্লিকেশনে যুক্ত করা হয়েছে এই এআই সহকারী। এটি বিভিন্ন ধরনের কাজ করতে পারে, যেমন—নথি তৈরি, ডেটা বিশ্লেষণ, উপস্থাপনা বানানো, ই-মেইল ও মিটিং ব্যবস্থাপনা। নতুন আপডেটের ফলে এখন থেকে ছবি তৈরিও করবে কোপাইলট।


কোপাইলটের ইমেজ জেনারেটরে যে সুবিধা পাওয়া যাবে


জিপিটি-৪ও মডেল ব্যবহারে কোপাইলট এখন আরও উন্নতমানের ছবি তৈরি করতে পারবে। ব্যবহারকারীর লিখিত বর্ণনা অনুযায়ী তৈরি হবে বাস্তবভিত্তিক চিত্র, গ্রাফিকস, ইলাস্ট্রেশন। এমনকি বিদ্যমান ছবিতেও পরিবর্তন আনা যাবে, স্টাইল বদলানো যাবে এবং ছবিতে টেক্সট যুক্ত করা যাবে সহজেই।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও