কর্মক্ষেত্র বা শিক্ষাপ্রতিষ্ঠানের তথ্য অনুসন্ধান এখন আরও সহজ হয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর জনপ্রিয় চ্যাটবট চ্যাটজিপিটিতে যুক্ত হয়েছে নতুন সুবিধা ‘কোম্পানি নলেজ’, যা ব্যবহারকারীদের আলাদা কোনো অ্যাপে না গিয়েই কর্মস্থলের তথ্য খুঁজে পেতে সহায়তা করবে।
নতুন এই সুবিধা এখন ব্যবসা, এন্টারপ্রাইজ ও শিক্ষা সংস্করণের ব্যবহারকারীদের জন্য চালু করা হয়েছে। জিপিটি–৫ ভিত্তিক এই সংস্করণ সরাসরি স্ল্যাক, শেয়ারপয়েন্ট, গুগল ড্রাইভ ও গিটহাবের মতো জনপ্রিয় টুলের সঙ্গে সংযুক্ত থেকে কাজ করতে পারে। ফলে চ্যাটজিপিটি এখন একসঙ্গে একাধিক উৎস থেকে তথ্য অনুসন্ধান করে আরও নির্ভুলভাবে উত্তর দিতে সক্ষম।