বর্তমানে বিভিন্ন কাজে বাড়ছে ড্রোনের ব্যবহার। নিয়ন্ত্রিত বা স্বয়ংক্রিয়ভাবে উড়তে পারে ড্রোন, যা সাধারণত প্লেন বা হেলিকপ্টারের মতো দেখতে হলেও পাইলট ছাড়াই আকাশে ওড়ে।
ড্রোনকে দূর থেকে রিমোট কন্ট্রোল করা যায়। ফলে প্রোগ্রাম করা পথ অনুসরণ করতে পারে এটি। ছবির শুটিং, ডেলিভারি, সার্ভেইল্যান্স, খামার বা সামরিক কাজের মতো নানা কাজে ব্যবহৃত হয় ড্রোন।
কিন্তু, সব ড্রোন বন্ধুভাবাপন্ন নয়। ফলে সেগুলোর মোকাবেলা কখনও কখনও জরুরী হয়ে ওঠে। কিন্তু ড্রোন শনাক্ত ও ধ্বংস করার উপায় কী?
ডেনমার্কের উত্তরাঞ্চলের শহর অ্যালবোর্গে ‘মাইডিফেন্স’ নামের কোম্পানি এমন টুল বা যন্ত্রপাতি তৈরি করে, যা ড্রোনের সংকেত ব্লক করে ও ড্রোনকে কোনো অঞ্চলের বাইরে বা দূরে ঠেলে দেয়।
কোম্পানির প্রধান নির্বাহী ড্যান হারমানসেন বলেছেন, “অনেক মানুষ বা কোম্পানি এখন আমাদের তৈরি পণ্য বা পরিষেবায় আগ্রহ দেখাচ্ছে।”
তিনি বলেছেন, অক্টোবরের শুরু পর্যন্ত তাদের কোম্পানিটি মূলত বিভিন্ন প্রতিরক্ষা সংস্থার সঙ্গে কাজ করত। তবে এখন তাদের কাজের ধরন ‘পুরোপুরি বদলে গিয়েছে’।