কোরবানির চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিতে, সংরক্ষণে সহায়তা দেবে সরকার

দেশ রূপান্তর প্রকাশিত: ২১ মে ২০২৫, ১৭:৪৯

আসন্ন কোরবানির ইদে যতক্ষণ পর্যন্ত চামড়ার ন্যায্যমূল্য দাম পাওয়া না যাবে ততক্ষণ পর্যন্ত তা সংরক্ষণ ব্যবস্থায় সরকার সহায়তা দেবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা ও কোরবানি সম্পর্কিত বিষয়াদির সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিতকরণ কমিটির আহ্বায়ক শেখ বশিরউদ্দীন। চামড়া সংরক্ষণে মাদরাসা ও এতিমখানায় ৩০ হাজার টন লবণ দেওয়া হবে এবং কোনও কারণে চামড়ার দাম না পেলে কাচা চামড়া রপ্তানি করার কথাও জানান তিনি।


আজ বুধবার দুপুরে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কোরবানি সম্পর্কিত বিষয়াদির সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিতকরণ কমিটির প্রথম সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।


সভায় চামড়ার দাম নির্ধারণের কথা থাকলেও তা হয়নি। আজ আরও একটি সভা করে এই কমিটি দাম নির্ধারণ করবে বলে জানা গেছে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও