
ইশরাককে মেয়র পদে বসানোর দাবি, সচিবালয় থেকে আবার নগর ভবনের সামনে বিক্ষোভকারীরা
ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে বসানোর দাবিতে সচিবালয় অভিমুখে মিছিল নিয়ে যান তাঁর কয়েক হাজার সমর্থক। প্রবেশমুখে ব্যারিকেড দেখে তাঁরা সেখানে কিছুক্ষণ অবস্থান করেন। পরে আবার নগর ভবনের সামনে এসে বিক্ষোভ করছেন তাঁর সমর্থকেরা।
আজ শনিবার বেলা ১১টার দিকে নগর ভবনের সামনে থেকে হাজারো মানুষ মিছিল নিয়ে সচিবালয়ের দিকে যান। তাঁরা গুলিস্তান, জিরো পয়েন্ট, পল্টন মোড়, প্রেসক্লাব, হাইকোর্ট, শিক্ষা ভবন ও বঙ্গবাজার হয়ে নগর ভবনের সামনে গিয়ে অবস্থান নেন।
সরেজমিনে দেখা যায়, জিরো পয়েন্ট, প্রেসক্লাবের দক্ষিণ গেট (সচিবালয় ও প্রেসক্লাবের মাঝের জায়গা) ও শিক্ষা ভবন সংলগ্ন সচিবালয়ের প্রবেশমুখে ব্যারিকেড দেওয়া হয়েছে। সেখানে বিপুলসংখ্যক পুলিশ সদস্য অবস্থান নিয়ে আছেন। সেখানে বিক্ষোভকারীরা অবস্থান নিয়ে স্লোগান দেন। পরে আবার নগর ভবনে ফিরে যান।
এর আগে আজ সকাল নয়টার দিকে নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচির মাধ্যমে বিক্ষোভ শুরু করেন ইশরাক হোসেনের হাজারো সমর্থক। বিক্ষোভকারীরা ‘ইশরাককে মেয়র করো’, ‘ভোটের অধিকার ফিরিয়ে দাও’, ‘দুর্নীতিবাজ প্রশাসনের পতন চাই’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন। তাঁদের হাতে ছিল প্ল্যাকার্ড ও ব্যানার।