You have reached your daily news limit

Please log in to continue


আমি আশপাশের মানুষ ভালোবাসি

নির্মাতা পিপলু আর খান পরিচালিত ‘জয়া আর শারমিন’ মুক্তি পেয়েছে গতকাল। ছবিতে জয়া চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী জয়া আহসান। ছবিটি নিয়ে গত বৃহস্পতিবার প্রথম আলো কার্যালয়ে তাঁর সঙ্গে কথা বলেছে প্রথম আলো

আপনি তো জয়া চরিত্রেই অভিনয় করছেন। পর্দার জয়া আসলে কেমন?

জয়া আহসান: এটা (চরিত্র) আসলে জয়া আহসান নন। পিপলু আর খান জয়া আর শারমিন সিনেমায় জয়া আহসানকে যেভাবে দেখাতে চেয়েছেন, চরিত্রটা আসলে সেই রকম। ইটস আইডিয়া অব জয়া আহসান। আমার বাড়িটা ঠিক ওটা নয়, আমার বাড়িতে অন্য অনেক লোকজন আছে। কিন্তু সিনেমায় জয়াকে একা দেখানো হয়েছে। সেই জয়ার থেকে এই জয়ার কতটুকু আসলে নেওয়া হয়েছে, সেটা একটা বিষয়।

ছবিটির বিষয়বস্তু কী?

জয়া আহসান: ব্যাকগ্রাউন্ডে কোভিডের সময়কার গল্প আছে। কোভিডের সময়েই শুটিং হয়েছে। আর এমনিতে নির্লিপ্ত সময়ের কিছু টুকরো ঘটনা আছে, কিছু মুহূর্ত আছে। গল্পের প্রধান চরিত্র দুজন নারী, যাঁদের আর্থসামাজিক অবস্থা আলাদা। কোভিডের মধ্যে একটা ঘরে বন্দী ছিলেন। এটা দুজন নারীর অন্য রকম সম্পর্কের গল্প। শারমিনের চরিত্রটি করেছেন মহসিনা আক্তার। আমরা ছাড়াও কয়েকজন অভিনেত্রী কাজ করেছেন। পিপলু (পিপলু আর খান) ভাইয়ের টিমটা দারুণ কাজ করেছে।

চরিত্রটা কেন করলেন? চরিত্রটি আপনাকে ঘিরে লেখা?

জয়া আহসান: না, চরিত্রটা আমাকে ঘিরে লেখা হয়নি। ছবিটা অনেকখানি মহসিনার ওপরে। আমি ছবিটির প্রযোজক। আমাকে ঘিরে লেখা না হলে করব না, ব্যাপারটা তা-ও নয়। ছবিটা করার মূল কারণ হলো, কোভিডের মধ্যে আর্টিস্ট হিসেবে ব্লক হয়ে যাচ্ছিলাম। বাইরে বের হতে পারছিলাম না, অভিনয় করতে পারব কি না, সেটা বুঝতে পারছিলাম না। সেই জায়গা থেকে কাজটা করেছি। কাজটার মধ্যে রিলিজ, রিলিফ ও এক্সপেরিমেন্ট ছিল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন