ছোট পর্দায় বর্তমান সময়ের অন্যতম পরিচিত ও ব্যস্ত মুখ পার্থ শেখ। মডেলিং ও সাবলীল অভিনয় দিয়ে অল্প সময়েই দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন তিনি। তবে এবার অভিনয়ের কোনো দৃশ্য নয়, বরং বাস্তব জীবনেই বসলেন বিয়ের পিঁড়িতে।
দীর্ঘদিনের প্রেমিকা সামিহা রহমানের সঙ্গে জীবনের নতুন অধ্যায় শুরু করলেন এই তরুণ অভিনেতা। পার্থ ও সামিহার বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন জনপ্রিয় নির্মাতা রাফাত মজুমদার রিংকু।
সামাজিক যোগাযোগ মাধ্যমে নবদম্পতির একটি ছবি প্রকাশ করে তিনি শুভকামনা জানিয়েছেন। ছবির ক্যাপশনে নির্মাতা লিখেছেন, ‘নতুন জীবন সুন্দর হোক পার্থ শেখ।’
শেয়ার করা ছবিতে দেখা যায়, বর-বধু সাজে পার্থ ও সামিহা হাস্যোজ্জ্বল মুখে পোজ দিয়েছেন। তাদের সঙ্গে উপস্থিত ছিলেন পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ কিছু বন্ধু। জানা গেছে, দুই পরিবারের সম্মতিতে ঘরোয়া আয়োজনে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।
মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করলেও গত দুই বছরে অভিনেতা হিসেবে বেশ ব্যস্ত সময় পার করছেন পার্থ শেখ। বিশেষ করে ওয়েব সিরিজ ‘কারাগার’-এ তার অভিনয় দর্শক মহলে বেশ প্রশংসিত হয়েছিল।