জনপ্রিয় অভিনয়শিল্পী ও নির্মাতা সালাহউদ্দিন লাভলু নতুন সিনেমা ‘সিক্রেট’-এ অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। তরুণ নির্মাতা বন্ধন বিশ্বাস পরিচালিত এই সিনেমায় যুক্ত হওয়ার খবর প্রকাশের পর থেকেই দর্শক মহলে তৈরি হয়েছে বাড়তি আগ্রহ।
নির্মাতা বন্ধন বিশ্বাস জানান, ‘সিক্রেট’ সিনেমায় সালাহউদ্দিন লাভলুকে দেখা যাবে একেবারে ভিন্ন দুই চরিত্রে। এর মধ্যে একটি চরিত্র ইতিবাচক, অন্যটি নেতিবাচক। একই সিনেমায় দুই বিপরীতধর্মী চরিত্রে লাভলুর উপস্থিতি গল্পকে আরও আকর্ষণীয় করে তুলবে বলে আশা করছেন তিনি।
সিমেনাটি নিয়ে সালাহউদ্দিন লাভলু বলেন, ‘পরিচালক যখন গল্পটা শোনান, তখনই ভালো লেগে যায়। গল্পের সঙ্গে আমার চরিত্রটি খুব ইন্টারেস্টিং। এখানে একটা চ্যালেঞ্জিং দিকও আছে। সবকিছু মিলিয়েই কাজটি করতে রাজি হয়েছি।’
নির্মাতা সূত্রে জানা গেছে, আগামী ১০ জানুয়ারির মধ্যেই ঢাকায় সিনেমাটির প্রথম লটের শুটিং শুরু হবে। টানা কয়েক দিন শুটিং চলবে। এরপর ফেব্রুয়ারি মাসে দ্বিতীয় লটের শুটিংয়ের পরিকল্পনা রয়েছে। শুটিং লোকেশনসহ অন্যান্য প্রস্তুতি প্রায় সম্পন্ন।