মানুষ ১২ লাখ, চিকিৎসক ১৬

www.ajkerpatrika.com বরগুনা প্রকাশিত: ১৭ মে ২০২৫, ০৯:০৯

বঙ্গোপসাগরের তীরঘেঁষা উপকূলীয় জেলা বরগুনার ছয়টি উপজেলায় ১২ লাখ মানুষের বসবাস। তাঁদের চিকিৎসাসেবা নিশ্চিতের জন্য জেলার ১০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালটি আধুনিকায়নের মাধ্যমে ২৫০ শয্যায় উন্নীত করা হয় ২০১৩ সালে। কিন্তু এক যুগেও হাসপাতালটির শূন্য পদে প্রয়োজনীয় চিকিৎসক ও নার্স নিয়োগ দেওয়া হয়নি। চিকিৎসকের ৫৫ পদের বিপরীতে আছেন মাত্র ১৬ জন।


সদরসহ জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা রোগীরা হাসপাতালটিতে প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক ও জনবল না থাকায় যথাযথ চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। আছে অবকাঠামোগত সংকট। এমনকি হাসপাতালটির বিভিন্ন সেবার ক্ষেত্রে অনিয়ম ও দুর্নীতিরও অভিযোগ রয়েছে। কাঙ্ক্ষিত চিকিৎসা না পেয়ে রোগী ও তাঁদের স্বজনেরা ক্ষোভ প্রকাশ করেছেন।


হাসপাতাল সূত্রে জানা গেছে, ২০১৩ সালে ২৫০ শয্যায় উন্নীত হওয়ার পর হাসপাতালটিতে চিকিৎসক, নার্স ও অন্যান্য সেবার জন্য ২৩৩টি পদ মঞ্জুর করে স্বাস্থ্য মন্ত্রণালয়। অথচ বর্তমানে কর্মরত ১২৩ জন। বাকি ১১০টি পদ দীর্ঘদিন ধরে শূন্য। এর মধ্যে চিকিৎসকের ৫৫ পদের বিপরীতে আছেন মাত্র ১৬ জন। ১০টি জ্যেষ্ঠ কনসালট্যান্ট পদের মধ্যে ৯টিই খালি। অ্যানেসথেসিয়ার জ্যেষ্ঠ কনসালট্যান্টই শুধু আছেন। কার্ডিওলজি, অর্থো সার্জারি, প্রসূতি, মেডিসিন, পেডিয়াট্রিক, প্যাথলজি, সার্জারি, ইএনটি ও চক্ষু বিভাগের জ্যেষ্ঠ কনসালট্যান্টের পদ শূন্য। জুনিয়র কনসালট্যান্টের ১২টি পদের বিপরীতে খালি আছে সার্জারি, চক্ষু, কার্ডিওলজি, অর্থো সার্জারি, প্যাথলজি, রেডিওলজিসহ সাতটি পদ। আবাসিক সার্জন তিনজনের জায়গায় আছেন দুজন। চিকিৎসা কর্মকর্তা ও সমমানের ২৯ পদের বিপরীতে আছেন সাতজন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও