You have reached your daily news limit

Please log in to continue


সাংবাদিক বিভুরঞ্জন সরকারের ময়নাতদন্ত সম্পন্ন

সাংবাদিক বিভুরঞ্জন সরকারের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে তার ময়নাতদন্ত সম্পন্ন হয়।

তার শরীরের ভেতরে ও বাইরে আঘাতের কোনো চিহ্ন নেই বলে জানিয়েছেন ময়নাতদন্ত সম্পন্নকারী চিকিৎসক শেখ মো. এহসান।

বিভুরঞ্জন সরকারের ছোট ভাই চিররঞ্জন সরকার দ্য ডেইলি স্টারকে জানান, 'আমরা ময়নাতদন্তের চূড়ান্ত প্রতিবেদনের জন্য অপেক্ষা করব। মুন্সীগঞ্জের এখানে যত নিয়মকানুন আছে সেটা সম্পন্ন করে মরদেহ ঢাকায় নিয়ে যাব। প্রথমে মরদেহ তার সিদ্ধেশ্বরীর বাসায় কিছু সময় রাখা হবে। তারপরে সবুজবাগের বরেদেশ্বরী কালীমন্দিরে সৎকার করা হবে।'

আইনি ব্যবস্থা নেওয়া হবে কি না এমন প্রশ্নে তিনি বলেন, 'আইনগত কোনো ব্যবস্থা নেওয়ার ব্যাপারে আমরা এখনো কোনো সিদ্ধান্ত নিতে পারিনি। পরিবারের সবার সঙ্গে বসে এ ব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।'

কলাগাছিয়া নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোহাম্মদ সালেহ আহমেদ পাঠান ডেইলি স্টারকে বলেন, 'স্বজনের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। এরপরে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।'

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন