You have reached your daily news limit

Please log in to continue


রাতভর অবস্থানের পর কাকরাইলে ফের অবরোধ কর্মসূচিতে জবি শিক্ষার্থীরা

রাতভর কাকরাইল মসজিদের সামনের মোড়ে অবস্থানের পর ফের অবরোধ কর্মসূচি শুরু করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার সকাল থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে বাসে করে শিক্ষার্থীরা অবরোধ কর্মসূচিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে যোগ দেন।

আন্দোলনরত শিক্ষার্থীদের তিন দফা দাবিগুলো হলো—

১. আবাসনব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত জবির ৭০ শতাংশ শিক্ষার্থীর জন্য আবাসন বৃত্তি ২০২৫-২৬ অর্থবছর থেকে কার্যকর করতে হবে।

২. জবির ২০২৫-২৬ অর্থবছরের জন্য প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট কাঁটছাট না করেই অনুমোদন করতে হবে।

৩. জবির দ্বিতীয় ক্যাম্পাসের কাজ পরবর্তী একনেক সভায় অনুমোদন করে অগ্রাধিকার প্রকল্পের আওতায় বাস্তবায়ন করতে হবে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক রইছ উদ্দিন বলেন, ‘আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এখানে অবস্থান নেব। আমাদের শতাধিক শিক্ষার্থীসহ শিক্ষক ও সাংবাদিকদের ওপর হামলা করা হয়। এর বিচার চাই। আমাদের দাবি পূরণ হবে, তারপর এখান থেকে যাব।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন