ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে নগর ভবনের প্রধান ফটকসহ বিভিন্ন গেইট অবরুদ্ধ করে রেখেছেন বিক্ষোভকারীরা।
এর ফলে বৃহস্পতিবার সকাল থেকে কর্মকর্তা-কর্মচারীরা নগর ভবনে ঢুকতে পারছেন না। বিভিন্ন সেবা নিতে আসা নাগরিকরাও ভোগান্তিতে পড়ছেন।
ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে ‘ঢাকাবাসী’ ব্যানারে বুধবার নগর ভবন প্রাঙ্গণে বিক্ষোভ করে কয়েকশ মানুষ। এই দাবিতে বৃহস্পতিবার থেকে লাগাতার কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।
এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকাল ৯টার দিকে নগর ভবনের সামনে অবস্থান নেন বিক্ষোভকারীরা। তারা নগর ভবনের প্রধান ফটক থেকে মূল ভবনের সামনের ফাঁকা জায়গা, নগর ভবনের নিচতলার বিভিন্ন স্থানে অবস্থান নেন। ইশরাক হোসেনকে মেয়র পদে বসানোর দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
গোপীবাগ থেকে আসা আমিনুল হক নামে একজন বলেন, “ইশরাক হোসেনকে মেয়র করে গেজেট হয়েছে। কিন্তু তার শপথ নিয়ে টালবাহানা করা হচ্ছে। এটা চলবে না। ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব দিতে হবে।”
বিক্ষোভকারীরা নগর ভবনের প্রধান ফটকসহ প্রবেশপথগুলো আটকে রেখেছেন। তাতে নগর ভবনে কেউ ঢুকতে পারছেন না বলে জানান প্রকৌশল শাখার কর্মকর্তা রাসেল মাহমুদ।