আওয়ামী লীগের শাসনামলে রাতে আদালত বসিয়ে বিএনপিসহ বিরোধীদলীয় নেতা-কর্মীদের সাজা দেওয়া হতো। এ কথা আজ বুধবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের শুনানিতে বলেছেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের প্রধান পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী।
এ সময় কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের নাম উচ্চারণ করে শুনানিতে পিপি ওমর ফারুক ফারুকী আদালতে বলেন, ‘আজকের আনিসুল হক, তখন তিনি সাবেক আইনমন্ত্রী, তাঁর আমলে রাত দশটার সময়ও এই আদালতে, এই চেয়ারে বসে, মোমবাতি জ্বালিয়ে বিএনপি-জামায়াতসহ বিরোধীদলীয় নেতা-কর্মীদের বিচার হয়েছে। তাঁদের নির্বিচারে সাজা দেওয়া হতো।’
পিপি ওমর ফারুক ফারুকী যখন কথা বলছিলেন, তখন আনিসুল হক মাথা নিচু করে দাঁড়িয়ে ছিলেন। তিনি আদালতে কোনো কথা বলেননি। তাঁর আইনজীবীও আদালতে কোনো কথা বলেননি।