চঞ্চল অভিনীত ‘পদাতিক’ এবার টিভির পর্দায়

www.ajkerpatrika.com প্রকাশিত: ১৪ মে ২০২৫, ১৭:১২

কিংবদন্তি নির্মাতা মৃণাল সেনের বায়োপিক বানিয়েছিলেন সৃজিত মুখার্জি। ‘পদাতিক’ নামের সিনেমাটিতে মৃণাল সেনের ভূমিকায় অভিনয় করেন বাংলাদেশের চঞ্চল চৌধুরী। বিভিন্ন চলচ্চিত্র উৎসব ঘুরে, প্রেক্ষাগৃহে মুক্তির পর সিনেমাটি এবার আসছে টিভির পর্দায়। জানা গেছে, ভারতীয় টিভি চ্যানেল জি বাংলা সিনেমায় পদাতিকের ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হবে। ২৪ মে শনিবার বাংলাদেশ সময় রাত ১০টায় দেখা যাবে চঞ্চল চৌধুরী অভিনীত সিনেমাটি।


বিশ্বের নানা প্রান্তে, নানা উৎসবে পদাতিক প্রদর্শিত হয়েছে। পেয়েছে পুরস্কার ও প্রশংসা। ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে গত বছরের ১৫ আগস্ট পশ্চিমবঙ্গে মুক্তি পেয়েছিল সিনেমাটি। একই দিনে বাংলাদেশেও মুক্তির পরিকল্পনার কথা জানিয়েছিল জাজ মাল্টিমিডিয়া। তবে দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় তখন বাংলাদেশে পদাতিকের মুক্তি স্থগিত করে দেয় প্রযোজনা সংস্থা ফ্রেন্ডস কমিউনিকেশন। পশ্চিমবঙ্গেও তখন চলছিল ধর্ষণের বিচারের দাবিতে আর জি কর আন্দোলন। ফলে, প্রত্যাশিত ব্যবসায়িক সাফল্য পায়নি সিনেমাটি। তবে সাধারণ দর্শক থেকে সমালোচকদের মুগ্ধ করেছে মৃণাল চরিত্রে চঞ্চলের অভিনয়।


পদাতিকে মৃণাল সেনের যুবক ও বয়স্ক—দুই বয়সের চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। মৃণালের জীবনে স্ত্রী গীতার অবদানও তুলে ধরা হয়েছে সিনেমায়। গীতা সেনের চরিত্রে অভিনয় করেছেন পশ্চিমবঙ্গের মনামী ঘোষ। এ ছাড়া মৃণালের কিশোর বয়সের চরিত্রে অভিনয় করেছেন কোরক সামন্ত। পুত্র কুণাল সেনের চরিত্রে আছেন সম্রাট চক্রবর্তী।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও