
গ্রীষ্মে সাজের আনুষঙ্গিক ধারা
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ১৩ মে ২০২৫, ১৯:৪৭
গ্রীষ্মকালীন ফ্যাশন মানে নতুন ট্রেন্ড, আধুনিকতা এবং কিছুটা ‘নস্টালজিয়া’ বা স্মৃতিকাতরতা। এ সময়ে যদি সমুদ্র সৈকতের দিকে রওনা হন কিংবা শহরে ঘুরে বেড়ান, তবে সঠিক আনুষঙ্গিকগুলো পুরো আদল বদলে দিতে পারে।
এই গ্রীষ্মের শীর্ষে থাকা ট্রেন্ডগুলো আধুনিক ছোঁয়ার সঙ্গে কিছু পুরানো দিনের ঝলকও ধারণ করে। যা নিজস্ব স্টাইলের প্রকাশ ঘটাতে সাহায্য করবে।
বড় আকারের সানগ্লাস থেকে শুরু করে বিশেষ গয়নার পাথর, আংটি, ঘড়ি সব অনুষঙ্গতেই এখন চলছে ট্রেন্ড।
- ট্যাগ:
- লাইফ
- ফ্যাশন
- সাজসজ্জা
- সাজসজ্জার টিপস