বাড়ছে তীব্র তাপপ্রবাহ, করণীয় কী?

ঢাকা পোষ্ট ড. মিহির লাল সাহা প্রকাশিত: ১২ মে ২০২৫, ১০:৪১

০৯ মে ২০২৫ রাজশাহী ও চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা ৪১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে। ঢাকাসহ প্রায় সব বিভাগেই চলছে মৃদু থেকে তীব্র তাপপ্রবাহ। আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ পূর্বাভাস বলছে, তাপপ্রবাহ কয়েকদিন অব্যাহত থাকতে পারে। ২৬ এপ্রিল ২০২৫ বণিক বার্তার একটা প্রতিবেদনের প্রতি দৃষ্টি আকর্ষিত হয়েছে। সেখানে বলা হয়েছে যে, পাঁচ দশকের ব্যবধানে দেশের সর্বোচ্চ তাপমাত্রা বেড়েছে ৫ ডিগ্রি সেলসিয়াস। এটি আমাদের জন্য খুবই উদ্বেগের বিষয়।


আমরা যারা পরিবেশ নিয়ে একটু ভাবি, তাদের এটা ভাবায় এবং পরিত্রাণের পথ খুঁজে বেড়াতে হয়। পত্রিকায় উল্লেখ করা হয়েছে যে ১৯৭৬ সালে দেশে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮ ডিগ্রি সেলসিয়াস। আমি তখন এসএসসি পরীক্ষার্থী ছিলাম। সেই হিসেবে কিছুটা মনে করতে পারছি যে, মাগুরা থেকে আমরা ভীষণ গরমের মধ্যেই দুই বেলা এসএসসি পরীক্ষা দিয়েছিলাম। ভীষণ কষ্ট হয়েছিল!


তথ্যানুযায়ী দুই বছরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৩ ডিগ্রি সেলসিয়াস। ২০২৪ সালের মতো ২০২৫ সালের এপ্রিলের শুরু থেকেই পারদ নামক বস্তুটি ঊর্ধ্বমুখী অবস্থান করছে। আমরা জানি মানুষের শরীরের সাধারণ তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস। বায়ুমণ্ডলের তাপমাত্রা এর চেয়ে বেশি থাকলে আমাদের শুধু অস্বস্তি লাগে না বরং তাপপ্রবাহ উল্লেখযোগ্যভাবে স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও