
পাকিস্তানে হামলা, ভারতের বিভিন্ন প্রান্তে আনন্দ মিছিল
ঢাকা পোষ্ট
প্রকাশিত: ০৭ মে ২০২৫, ১৬:২৪
জম্মু-কাশ্মিরের পেহেলগামে বন্দুকধারীদের হামলা ঘিরে ভারত-পাকিস্তানের উত্তেজনা কার্যত যুদ্ধের দ্বারপ্রান্তে পৌঁছেছে। পেহেলগাম হামলার ঘটনায় বুধবার মধ্যরাতে পাকিস্তানের ৯টি স্থানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা করেছে ভারত। এ নিয়ে দুই দেশের নাগরিকদের মাঝে পাল্টাপাল্টি প্রতিক্রিয়া দেখা গেছে সামাজিক যোগাযোগমাধ্যমে। এর মাঝেই পাকিস্তানে ভারতীয় সামরিক বাহিনীর হামলার ঘটনায় দেশটির বিভিন্ন প্রান্তে আনন্দ মিছিল করেছেন ভারতীয়রা।
বুধবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানিয়ে বলা হয়েছে, পাকিস্তানে ভারতীয় সামরিক বাহিনীর হামলার ঘটনায় ভারতের পশ্চিমাঞ্চলীয় শহর আহমেদাবাদে আনন্দ মিছিল করেছেন অনেকে। এ সময় মিছিলে অংশ নেওয়া ভারতীয়দের হাতে বিভিন্ন ধরনের প্ল্যাকার্ডস ও পাকিস্তান-বিরোধী স্লোগান দিতে দেখা যায়।