
ভারত-পাকিস্তান যুদ্ধ : স্পটলাইটে পাকিস্তানের সেনাপ্রধান
ঢাকা পোষ্ট
প্রকাশিত: ০৭ মে ২০২৫, ১৬:২৩
পাকিস্তানে সেনা অভিযান শুরু করেছে ভারতের প্রতিরক্ষা বাহিনী। আন্তর্জাতিক রাজনীতি বিশ্লেষকদের মতে, মঙ্গলবার মধ্য রাতে শুরু হওয়া ‘অপারেশন সিন্দুর’ নামের এই অভিযান কতদূর পর্যন্ত যাবে— তা নির্ধারনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবেন পাকিস্তানের সেনাপ্রধান সৈয়দ আসিম মুনির।
মঙ্গলবারের অভিযান শুরুর পর নিজ দেশের অভ্যন্তরে সেনাপ্রধানের ওপর চাপ বাড়বে বলে ধারণা করা হচ্ছে। তার প্রধান কারণ পাকিস্তানের জনজীবনে সেনাবাহিনীর প্রভাব গভীর এবং সেনাপ্রধান হিসেবে আসিম মুনিরের নিয়োগ ছিল বিতর্কিত।
গত ১৭ এপ্রিল প্রবাসী পাকিস্তানিদের এক সভায় পাকিস্তানের সেনাপ্রধান বলেছিলেন, কাশ্মির হলো পাকিস্তানের গলার ধমনী এবং কোনো পাকিস্তানি তা কখনও ভুলবে না। পাশাপাশি ভারতের জম্মু ও কাশ্মিরের বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের প্রতি দৃঢ় সমর্থনও জানিয়েছিলেন তিনি।