ট্রাম্পের ১০০ দিন যেমন ছিল, ভবিষ্যৎ যেমন যাবে

ঢাকা পোষ্ট প্রশান্ত কুমার শীল প্রকাশিত: ০৭ মে ২০২৫, ১০:৫০

ডোনাল্ড ট্রাম্প মসনদে প্রত্যাবর্তনের ১০০ দিন পার করেছেন নানা নাটকীয়তায়। আর সেই আনন্দে নেচে মাতালেন পুরো মার্কিন সাম্রাজ্যকে। পুরোপুরি ভিন্ন মেজাজে দেখা গেল এবার তাকে। এই যেন চির অচেনা ট্রাম্প। সতের দশকের বিখ্যাত মার্কিন ডিস্কো গ্রুপ ‘ভিলেজ পিপল’-এর ১৯৭৮ সালে প্রকাশিত হিট গান ‘ওয়াইএমসিএ’-র তালে তালে রীতিমতো কোমর দুলিয়ে মুগ্ধ করেছেন ভক্তদের। যদিও তার এই নাচের ভিডিওটি ইতিমধ্যে ভাইরাল হয়ে গেছে। কিন্তু এত সব সমালোচনাতেও যে ট্রাম্প খুব বেশি বিচলিত নন, তা প্রায় নিয়মিতই বুঝিয়ে দিচ্ছেন তিনি। যা তার ‘পারফরম্যান্সে’ প্রমাণ মিলছে।


দ্বিতীয়বার প্রেসিডেন্ট হতে না হতেই অভিবাসীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছেন ট্রাম্প। পাশাপাশি শুরু করে দিয়েছেন ‘শুল্ক যুদ্ধ’ও। গোটা পৃথিবীতে তাকে নিয়ে চর্চার শেষ নেই। এমনকি, আমেরিকাতেই তার বিরুদ্ধে পথে নেমেছেন বহু মানুষ। তোপ দেগেছেন ‘একনায়ক’ বলে। কিন্তু সেই সব সমালোচনা যে তাকে একটুও প্রভাবিত করেনি। বুঝিয়ে দিলেন, বিতর্ক-সমালোচনা-‘একনায়ক’ তোপ এসবের পরোয়া না করে ট্রাম্প রয়েছেন ট্রাম্পেই।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও