You have reached your daily news limit

Please log in to continue


এবারের মেট গালার কার্পেটের রং ‘লাল না হয়ে নীল হলো ক্যান’

ফ্যাশনজগতের অন্যতম বড় আয়োজন মেট গালার এবারের আসর বসেছিল বাংলাদেশ সময় আজ ৬ এপ্রিল ভোরে। আড়াই ঘণ্টাব্যাপী এই আয়োজন মিলনমেলা হয়ে উঠেছিল হলিউড থেকে বলিউডসহ দুনিয়ার সেরা তারকাদের। তাঁরা গালিচায় হেঁটেছেন, ধরা দিয়েছেন ক্যামেরায়। তবে এবারের আসরে রেড কার্পেটের রং লাল ছিল না। বরং ছিল গাঢ় নীলের আধিক্য। খোলাসা করে বললে, পূর্ণচন্দ্রের রাতের আকাশ যেমন নীল হয়, ঠিক তেমন। আর তার মাঝে ছড়ানো সাদা ও হলুদ রঙের ফুল।

কেন এমন নকশা

মার্কিন চিত্রশিল্পী সাই গ্যাভিনের করা এই নকশার মোটিফ ছিল নার্সিসাস ফুল। ফুলটি ড্যাফোডিল নামেই বেশি পরিচিত, বাংলায় যা নার্গিস ফুল। জনপ্রিয় ম্যাগাজিন ভোগকে দেওয়া এক সাক্ষাৎকারে গ্যাভিন জানান, নিউইয়র্কের আপস্টেটে তাঁর স্টুডিওর বাইরেই বহুবর্ষজীবী এই ফুল ধীরে ধীরে শোভা ছড়াচ্ছিল। এটিই তাঁকে মুগ্ধ করেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন