
এক ফুটে খরচ ৪৪ হাজার
রাজশাহী নগরীর শ্রীরামপুর এলাকায় পদ্মা নদীর একটি বাঁধ সংস্কারের উদ্যোগ নিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। ১১০ মিটার দৈর্ঘ্যের ওই বাঁধ সংস্কারে বরাদ্দ দেওয়া হয়েছে ১ কোটি ৬২ লাখ টাকা। সে হিসাবে প্রতি মিটারে খরচ ১ লাখ ৪৭ হাজার ২৭৩ টাকা। আর প্রতি ফুটে খরচ পড়ছে ৪৪ হাজার ৪৮১ টাকা। অভিযোগ উঠেছে, অতিরিক্ত বরাদ্দ নিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে যোগসাজশ করে সরকারি অর্থ লুটপাট করা হচ্ছে।
নগরের শ্রীরামপুরে রাজশাহী পুলিশ লাইনসের ঠিক বিপরীতে এই সংস্কারকাজ চলছে। পুলিশ লাইনসের বিপরীত দিকেই রয়েছে কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানা। সেখান থেকে আরও পূর্বে জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ বিভিন্ন সরকারি কর্মকর্তার বাসভবন। বাঁধের ওই স্থানে ভাঙন শুরু হলে শহরের গুরুত্বপূর্ণ স্থাপনা পদ্মার গর্ভে চলে যাওয়ার শঙ্কা রয়েছে। এদিকে দু-এক বছর পরপরই পদ্মায় বর্ষার নতুন পানি আসার সময় বাঁধের ওই স্থানটিতে বালুর বস্তা (জিও ব্যাগ) ফেলতে দেখা যায়। এবারও বর্ষা মৌসুমকে সামনে রেখে সংস্কারকাজ শুরু হয়েছে।
সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, বাঁধের ঠিক বিপরীতে পুলিশ লাইনসের ভেতর রয়েছে একটি পুকুর। ২০০ মিটারের কম দূরত্বে পাশাপাশি দুটি জলাধার থাকলে মাটির নিচ দিয়ে পানি চলাচল হয়। এতে বাঁধটি ক্ষতিগ্রস্ত হয়। ফলে বাঁধটি বারবার সংস্কার করতে হয়।
পানি উন্নয়ন বোর্ড সূত্র জানিয়েছে, শ্রীরামপুর এলাকার টি-গ্রোয়েন থেকে কেশবপুর বটগাছ পর্যন্ত ১১০ মিটার বাঁধ রক্ষায় বরাদ্দ এসেছে ১ কোটি ৮০ লাখ টাকা। এই প্রকল্পে বাঁধের ওপরের দিকে ১২ মিটার ব্লক এবং নিচে ১৫ মিটার বালুর বস্তা ফেলা হবে। ১ কোটি ৬২ লাখ টাকায় দরপত্রের মাধ্যমে কাজটি দেওয়া হয়েছে খাজা তারেক নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে।
- ট্যাগ:
- বাংলাদেশ
- অনিয়ম-দুর্নীতি
- বাঁধ নির্মাণ