
সোনালু-জারুলে রাঙা পথ
প্রকৃতি যখন তার রঙের ডালি খুলে দেয়, তখন কালো পিচের পথই যে হয়ে ওঠে নজরকাড়া ক্যানভাস। এই গ্রীষ্মে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশ হয়ে উঠেছে তেমনই এক জীবন্ত শিল্পকর্ম।
দেশের অন্যতম ব্যস্ততম এই মহাসড়ক ঋতুভেদে যাত্রীদের চোখে ধরা দিচ্ছে ভিন্ন ভিন্ন রূপে। বসন্তে যে রাজপথ পলাশের আগুন রংয়ে পুড়েছিল; সেটাই গ্রীষ্মের দাবদাহে সোনালু, কৃষ্ণচূড়া আর জারুলে বর্ণিল হয়ে উঠেছে। দেখে মনে হয়- কোনো ফুলেল রাজপথ- যেখানে প্রকৃতি নিজেই যাত্রী।
কুমিল্লার বাসিন্দা গল্পকার কাজী আলমগীর হোসেন বলেন, “সোনালু-জারুলে ঢাকা এই রাজপথ শুধু চলার নয়, প্রকৃতিকে উপলব্ধির এক অনন্য পথও বটে। আকাশ থেকে দেখলে মনে হয় ফুলের রাজপথ।
“সম্প্রতি ড্রোন ক্যামেরায় তোলা এই মহাসড়কের ভিডিও দেখে খুবই অবাক হয়েছি। প্রকৃতি কতটা কাব্যিক হতে পারে, তা এ পথে না এলে বোঝা যায় না।”
সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা গেছে, কুমিল্লার দাউদকান্দি থেকে ফেনী পর্যন্ত এ মহাসড়কে বিভিন্ন প্রজাতির গাছ লাগানো হয়েছে। তার মধ্যে রয়েছে হৈমন্তী, কুর্চি, টগর, রাধাচূড়া, কাঞ্চন, সোনালু, কৃষ্ণচূড়া, কদম, বকুল, পলাশ, কবরী, ক্যাসিয়া ও জারুল প্রভৃতি।
- ট্যাগ:
- বাংলাদেশ
- গ্রীষ্মকালীন
- ফুল