
২১ অগাস্ট মামলা: রাষ্ট্রপক্ষের আপিল শুনানির জন্য উঠবে মঙ্গলবার
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ০৪ মে ২০২৫, ১২:১০
বঙ্গবন্ধু এভিনিউয়ে ২১ অগাস্ট গ্রেনেড মামলায় ৪৯ আসামিকে খালাসের হাই কোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিলের আবেদন আগামী মঙ্গলবার শুনানির জন্য আপিল বিভাগের কার্যতালিকায় আসবে।
রোববার শুনানির জন্য লিভ টু আপিলটি কার্যতালিকায় ছিল। কিন্তু শুনানি না করে মঙ্গলবার দিন ধার্য করে দেয় বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নের্তৃত্বাধীন তিন বিচারকের আপিল বেঞ্চ।
ওইদিন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নের্তৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে এ বিষয়ে শুনানি হবে।
রাষ্ট্রপক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আব্দুল জব্বার ভুইয়া এবং খালাসপ্রাপ্তদের পক্ষে আইনজীবী এসএম শাহজাহান, কায়সার কামাল, শিশির মনির এদিন আদালতে উপস্থিত ছিলেন।
এর আগে গত ২৭ এপ্রিল আবেদনটি শুনানির জন্য কার্যতালিকায় এলেও বেঞ্চ পুনর্গঠন না হওয়ায় শুনানি পিছিয়ে যায়।
- ট্যাগ:
- বাংলাদেশ
- ২১ আগস্ট গ্রেনেড হামলা