
মুখ খুললেই মেয়র বলতেন ‘ব্যাডা তুমি বেশি বুঝো?’
জোয়ারের পানিতে তলিয়ে যায় রাস্তা। বর্ষাকালে হয় হাঁটুপানি। এই হলো খুলনা মহানগরী। জলাবদ্ধতায় নাকাল নগরবাসী। রাস্তাঘাট পানিতে তলিয়ে গেলে যাতায়াতে পোহাতে হয় ভোগান্তি। কিন্তু দীর্ঘদিনের এ সমস্যা দেখার কেউ নেই। সিটি করপোরেশনের দূরদর্শিতার অভাব, পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা না থাকা, খাল বিল দখল আর সঠিক বর্জ্য ব্যবস্থাপনা না থাকার কারণকেই দায়ী করছেন নগরবাসী।
নগরবাসীর অভিযোগ, অলিগলি থেকে শুরু করে প্রধান সড়কেও সামান্য বর্ষায় হাঁটুপানি জমে। জলাবদ্ধতায় যানবাহন চলাচলে সমস্যা হয়। দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। যানজটের কারণে স্কুল, কলেজ কিংবা কর্মস্থলে সময়মতো যাওয়াও সম্ভব হয় না। অনেক এলাকার ব্যবসা প্রতিষ্ঠানে পানি উঠে মালপত্রও নষ্ট হয়।
খোঁজ নিয়ে জানা যায়, নগরীর টুটপাড়া, রয়েল মোড়, মিস্ত্রিপাড়া, খালিশপুর, নিউ মার্কেট এলাকা, বাস্তুহারা এলাকা, শান্তিধাম মোড়, দিলখোলা রোড, পূর্ব বানিয়া খামার, বসুপাড়া, ফুলবাড়িগেট, আলমনগর, মুজগুন্নি আবাসিক এলাকা, করপাড়া, দৌলতপুর বীনাপানি এলাকা, কুয়েট রোড, রুপসা ব্রিজ রোডসহ বিভিন্ন এলাকা সামান্য বর্ষায় তলিয়ে যায়। গুরুত্বপূর্ণ সড়ক এবং বাণিজ্যিক এলাকায় জলাবদ্ধতা নিরসন প্রকল্পের একাধিক কাজ বাস্তবায়ন হলেও দূর হয়নি সমস্যা।
- ট্যাগ:
- বাংলাদেশ
- জলাবদ্ধতা
- ড্রেনেজ পদ্ধতি