
অ্যাপল-গুগলের ছদ্মবেশে বাড়ছে ফিশিং হামলা
প্রযুক্তি জায়ান্টদের ছদ্মবেশে ফিশিং বা প্রতারণামূলক ই-মেইল হামলার ঘটনা আবারো বাড়ছে। চলতি বছরের প্রথম প্রান্তিকে এ ধরনের সাইবার হামলার পরিমাণ আশঙ্কাজনক হারে বেড়েছে বলে জানিয়েছে সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান চেক পয়েন্ট। খবর টেকরাডার।
প্রতিষ্ঠানটির সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, ফিশিং আক্রমণের ক্ষেত্রে সবচেয়ে বেশি নকল করা হয়েছে মাইক্রোসফটের নাম। এ প্রতিষ্ঠানের ছদ্মবেশে পরিচালিত আক্রমণের হার ৩৬ শতাংশ। এর পরই ১২ শতাংশ হারে গুগল ও ৮ শতাংশ হারে অ্যাপলের নাম ব্যবহার করা হয়েছে। অর্থাৎ সব মিলিয়ে মোট ৫৬ শতাংশেরও বেশি আক্রমণ এ তিন প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে করা হয়েছে।
গবেষণায় আরো দেখা গেছে, মাস্টারকার্ডের নামেও প্রতারণামূলক প্রচারণা চালানো হয়েছে। এক্ষেত্রে জাপানি ব্যবহারকারীদের বেশি টার্গেট করা হয়। একটি ভুয়া ওয়েবসাইট ব্যবহার করে সেখানকার ব্যবহারকারীদের কাছ থেকে কার্ড নম্বর ও সিভিভি সংগ্রহের চেষ্টা করা হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর জনপ্রিয়তা ও ব্যবহারকারীদের ওপর নির্ভরতার কারণে অপরাধীরা এসব প্রতিষ্ঠানের নামকে সবচেয়ে বেশি ব্যবহার করছে। সাধারণত পাসওয়ার্ড রিসেটের মতো বিশ্বাসযোগ্য ই-মেইলের ছদ্মবেশে এসব হামলা চালানো হয়। অনেক ক্ষেত্রে ব্যবহারকারীরা বুঝতেই পারে না যে লিংকটি আসল নাকি ভুয়া।