
টানা ছুটিতে পর্যটকমুখর রাঙামাটি
ঢাকা পোষ্ট
প্রকাশিত: ০২ মে ২০২৫, ১৩:০০
টানা তিন দিনের ছুটিতে পর্যটকমুখর হয়ে উঠেছে পর্যটন নগরী রাঙামাটি। শহুরে যান্ত্রিক কোলাহল ভুলে হ্রদ পাহাড় আর মেঘের মিতালি উপভোগ করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাঙামাটি ছুটে এসেছেন পর্যটকরা। রাঙামাটির উল্লেখযোগ্য পর্যটনকেন্দ্রগুলো এখন পর্যটকদের পদভারে মুখরিত।
শুক্রবার (২ মে) সকালে রাঙামাটির পর্যটন আইকন খ্যাত ঝুলন্ত সেতুতে গিয়ে দেখা যায়, দেশের বিভিন্ন প্রান্ত থেকে বেড়াতে এসেছেন পর্যটকরা। ঝুলন্ত সেতু দেখে আনন্দ প্রকাশ করছেন অনেকে, কেউ কেউ সেলফিবন্দি করছেন নিজেদের। আবার অনেকে প্রকৃতির সৌন্দর্য ফ্রেমবন্দি করছেন।
ঝুলন্ত সেতু দর্শনের পাশাপাশি অনেক পর্যটক কাপ্তাই হ্রদের সৌন্দর্য উপভোগে নৌ বিহারে যাচ্ছেন। টুরিস্ট বোট নিয়ে সুবলং ঝর্ণা, বার্গি লেক ভিউ, বৌদ্ধ মন্দিরসহ বিভিন্ন পর্যটন স্পটগুলোতে ভ্রমণে যাচ্ছেন তারা।
- ট্যাগ:
- লাইফ
- পর্যটন
- পর্যটন শিল্প