মে দিবসে ‘রাঢ়াঙ’, আরও যেসব আয়োজন

প্রথম আলো প্রকাশিত: ০১ মে ২০২৫, ১১:০০

মহান মে দিবসে আজ সন্ধ্যা সাতটায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে প্রদর্শিত হবে আরণ্যকের আলোচিত নাটক ‘রাঢ়াঙ’। নাটকটি রচনা ও নির্দেশনা দিয়েছেন মামুনুর রশীদ।


প্রতিবছরের মতো ১ মে সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে ও সন্ধ্যায় শিল্পকলা একাডেমিতে মে দিবস পালন করবে আরণ্যক। সকাল ১০টায় শহীদ মিনারে আরণ্যকের সদস্যদের সম্মিলিত কণ্ঠে আন্তর্জাতিক সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হবে।


এরপর আলোচকদের আলোচনা, গান, আবৃত্তি ও পথনাটকের অভিনয় হবে। দুটি পথনাটক পরিবেশন করা হবে। আরণ্যক নাট্যদল অভিনয় করবে পথনাটক ‘মাটির মহাজন’। নাটকটি রচনা করেছেন অপু মেহেদী, নির্দেশনা দিয়েছেন হাশিম মাসুদ। আমন্ত্রিত দল হিসেবে নাটকের দল থিয়েটার অভিনয় করবে পথনাটক ‘অদৃশ্য হাত’। নাটকটি রচনা করেছেন খুরশীদ আলম, নির্দেশনা দিয়েছেন রবিন বসাক।


এবারের মে দিবসের আলোচক নাট্যকার, অধ্যাপক রতন সিদ্দিকী। আরও আলোচনা করবেন আরণ্যক নাট্যদলের প্রধান সম্পাদক হারুন রশীদ। প্রতিবছরই মে দিবস সামনে রেখে আরণ্যক ‘মে দিবসের কাগজ’ প্রকাশ করে। এবারও ‘মে দিবসের কাগজ’–এর নতুন সংখ্যা প্রকাশিত হবে।


স্বাধীনতাত্তোর নাট্যচর্চায় অগ্রণী ভূমিকা রেখে আসছে আরণ্যক নাট্যদল। ‘নাটক শুধু বিনোদন নয়, শ্রেণিসংগ্রামের সুতীক্ষ্ণ হাতিয়ার’—এই ভাবনা সামনে রেখে ১৯৮১ সাল থেকে নিয়মিত মহান মে দিবস পালন করে আসছে আরণ্যক।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও