
চিকিৎসা পেশাকে রাজনীতিমুক্ত রাখার উপায় কী
জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশ একটি নতুন যুগের দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়েছে। এ ঘটনাপ্রবাহ জনমানসে একটি নতুন বাংলাদেশের স্বপ্ন জাগিয়েছে; এমন একটি বাংলাদেশ, যেখানে প্রতিটি খাতে অগ্রগতি, ন্যায়বিচার ও অন্তর্ভুক্তি নিশ্চিত হবে। এই রূপান্তরের পটভূমি স্বাস্থ্য খাত ও এর পেশাজীবীদের ভূমিকা নতুনভাবে পর্যালোচনার দাবি রাখছে।
একটি মৌলিক প্রশ্ন বারবার উঠে আসছে, যাঁরা জীবন রক্ষার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন, সেই চিকিৎসকেরা কি তাঁদের পেশার মর্যাদা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ অক্ষুণ্ন রাখতে পারছেন? নাকি রাজনীতির ক্রমবর্ধমান প্রভাব তাঁদের এই দায়িত্ব পালনে একটি অদৃশ্য বাধা হয়ে দাঁড়িয়েছে?