You have reached your daily news limit

Please log in to continue


ডেনিম দিবস জেনে নিন ডেনিমের পোশাক ভালো রাখার উপায়

শিরোনাম দেখেই হয়তো মনে মনে বলছেন, ডেনিম তো এমনিই টেকসই, একবার কিনলে অন্তত ৫ কি ৬ বছর তো পরাই যায়। কথা মিথ্য়ে নয়। তবে ওই টেকসই বলেই আমরা ডেনিমের কাপড় যেনতেনভাবে ব্যবহার করি, ধোয়ার বেলাতেও নমনীয় হই না। বছরের পর বছর ধরে যদি প্রিয় ডেনিমের পোশাকগুলো পরতে চান, তাহলে যত্ন নিতে হবে। কিছু উপায় জেনে নিলে যত্ন নেওয়াটাও হবে সহজ।

আজ ৩০ এপ্রিল, ডেনিম দিবস। আজ থেকে মেনে চলুন ডেনিমের পোশাক ভালো রাখার উপায়গুলো।

বেশি কাচবেন না

ডেনিমের পোশাক ভালো রাখতে যত কম ধোয়া যায় ততই ভালো। খুব বেশি কাচা কাচি করা যাবে না। ঘনঘন ধোয়া হলে পোশাকের সুতার বুনন আলগা হতে থাকে। পাতলা ডেনিম হলে খুব দ্রুতই কাপড় নষ্ট হয়ে তাড়াতাড়ি ছিঁড়ে যাওয়ার আশঙ্কা থাকে। ডেনিম সহজে ময়লা হয় না। তাই কালি, কাদা বা কোনো দাগ না পড়লে অন্তত ১০ বার না পরে এই কাপড়ে তৈরি পোশাক না ধোয়াই ভালো। তবে দাগ লাগলে যদি শুধু ওই দাগের অংশটুকু ধুয়ে পরিষ্কার করার উপায় থাকে, তাহলে সেটাই করুন।

দাগ তুলবেন যেভাবে

ডেনিমের পোশাকে দাগ লাগতেই পারে। তবে তাই বলে পুরো পোশাকটাই সাবান–পানিতে ভেজাবেন না। পুরোনো টুথব্রাশে সাবান লাগিয়ে যে জায়গায় দাগ লেগেছে, সেখানে ভালো করে ঘষে পানি দিয়ে ধুয়ে নিন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন