You have reached your daily news limit

Please log in to continue


৫ বছর পর প্রেক্ষাগৃহে আসছে ‘জয়া আর শারমিন’

অবশেষে প্রেক্ষাগৃহে আসছে পাঁচ বছর আগে নির্মিত হওয়া জয়া আহসানের সিনেমা ‘জয়া আর শারমিন’। ২০২০ সালে গোটা পৃথিবী যখন থমকে গিয়েছিল তখন শুরু হয়েছিল সিনেমাটির যাত্রা। ছোট্ট পরিসরে গভীর আবেগ নিয়ে সিনেমাটি নির্মাণ করেছেন পিপলু আর খান।

কিছু গল্প থিতু হতে সময় নেয়।

মুহূর্তযাপনের মধ্য দিয়ে খুঁজে পায় তার আপন ভাষা। এমনই এক সম্পর্কের গল্পে নির্মিত হয়েছে সিনেমাটি। যেখানে জয়া চরিত্রে অভিনয় করেছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান এবং শারমিন চরিত্রে অভিনয় করেছেন মঞ্চের জনপ্রিয় অভিনেত্রী মহসিনা আক্তার। 

বন্ধুত্ব, ভয়, সাহস আর হারানোর অনুভূতির মাঝে গড়ে ওঠা এক আন্তরিক আখ্যান ‘জয়া আর শারমিন’।

দুই নারী—জয়া ও তার সহকারী শারমিনের সম্পর্কের উত্থান-পতনের গল্প এটি। কোভিডের সময়ে, এক বাড়িতে আটকে পড়া দুই নারী নিজেদের জন্য তৈরি করে নেয় একটি ছোট্ট জগৎ, যা কিনা বাইরের ভীতিকর বাস্তবতায় ধীরে ধীরে ফিকে হতে থাকে, ফাটল ধরাতে শুরু করে তাদের ভেতরকার সম্পর্কেও।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন