
সামনে টানা ৩ দিনের ছুটি, এক মাসে দুইবার
ঈদুল ফিতরে টানা ৯ দিন ছুটি পেয়েছিলেন সরকারি চাকরিজীবীরা। সেই ছুটি কাটিয়ে কর্মস্থলে ফিরেছেন চলতি মাসের শুরুতে। তবে মাস পার না হতেই আবারও তিন দিনের ছুটিতে যাচ্ছে দেশ। মহান মে দিবসের এক দিনসহ সাপ্তাহিক দুই দিনের ছুটি মিলিয়ে টানা তিন দিনের ছুটি পেতে যাচ্ছেন সরকারি চাকরিজীবীরা।
সরকারি ছুটির তালিকা অনুযায়ী, আগামী বৃহস্পতিবার ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবসের সরকারি ছুটি থাকবে। পরের দুই দিন (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি। সব মিলিয়ে সরকারি চাকরিজীবীরা একসঙ্গে তিন দিন ছুটি পাচ্ছেন।
তিন দিনের ছুটিতে রাজধানী ঢাকা ছাড়তে পারেন অনেকে। স্বল্প ছুটিতে ঘুরতে বা বাড়িতে যেতে পারেন তারা।
এদিকে মে মাসে আরো একটি টানা তিন দিনের ছুটি পাবেন সরকারি চাকরিজীবীরা। এই ছুটির সঙ্গেও যুক্ত থাকবে সাপ্তাহিক ছুটি। সরকারি ক্যালেন্ডার অনুযায়ী, আগামী ১১ মে (রবিবার) বুদ্ধ পূর্ণিমার সরকারি ছুটি।
- ট্যাগ:
- বাংলাদেশ
- সরকারি ছুটি