
রাস্তায় কখন হর্ন বাজাবেন, কখন বাজাবেন না
বাংলাদেশ মোটরযান অধ্যাদেশ ১৯৮৩ এবং সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী হর্নের অপব্যবহার শাস্তিযোগ্য অপরাধ। তাই চলুন জেনে নিই কখন হর্ন বাজানো উচিত আর কখন নয়-
কখন হর্ন বাজাবেন-
১. সতর্কতা দেওয়ার জন্য
যখন কোনো যানবাহন বা পথচারী আপনার গাড়ির লেনে হঠাৎ ঢুকে পড়ে বা বিপজ্জনক অবস্থা তৈরি করে। এছাড়া বেপরোয়া ওভারটেকিং রোধে সংক্ষিপ্ত হর্ন দেওয়া যেতে পারে।
২. জরুরি অবস্থায়
অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস বা পুলিশ গাড়ি পারাপারের সময় সাধারণ যানবাহনকে সতর্ক করতে হর্ন ব্যবহার করা যায়। তবে জরুরি যানবাহন নিজেই সাইরেন ব্যবহার করবে।
৩. অদৃশ্য বাঁক বা বিপজ্জনক স্থান
পাহাড়ি রাস্তা, শার্প কার্নার বা যেখানে সামনের যানবাহন দৃশ্যমান নয়, সেখানে সংক্ষিপ্ত হর্ন দিয়ে সতর্ক করা লাগে।
৪. ট্রাফিক সিগনালে
ট্রাফিক পুলিশ ইশারা করার বা লাইট সবুজ হওয়ার পরও সামনের গাড়ি না নড়লে একবার হর্ন দেওয়া যেতে পারে, তবে অনবরত নয়।
কখন হর্ন বাজাবেন না-
১. নীরব এলাকায়
হাসপাতাল, স্কুল, কলেজ বা ধর্মীয় স্থানের সামনে হর্ন বাজানো সম্পূর্ণ নিষিদ্ধ। এই আইন ভঙ্গে জরিমানা হতে পারে।
২. অনবরত বা অকারণে হর্ন বাজানো
ট্রাফিক জ্যামে ধৈর্য হারিয়ে বারবার হর্ন বাজানো অবৈধ এবং এটি শব্দদূষণের শামিল।
৩. রাতের বেলা
রাত ৯টা থেকে ভোর ৬টা পর্যন্ত অনাবশ্যক হর্ন ব্যবহার নিষেধ, যাতে জনসাধারণের অসুবিধা না হয়।
৪. অপ্রয়োজনে লম্বা হর্ন
হাইড্রোলিক হর্ন বা মডিফাইড হর্ন ব্যবহার করলে জরিমানা এবং গাড়ি জব্দ পর্যন্ত হতে পারে।
- ট্যাগ:
- লাইফ
- হর্ন
- নিয়ম-কানুন