
ভ্রমণে যাওয়ার আগে ব্যাগ গোছানোয় অনুসরণ করুন ৫, ৪, ৩, ২, ১ পদ্ধতি
www.ajkerpatrika.com
প্রকাশিত: ২১ আগস্ট ২০২৫, ১৬:০৬
চলতি ট্রেন্ডে ঘুরতে যাওয়া মানে কেবল শরীর ও মন তরতাজা করাই নয়, ফেসবুক-ইনস্টাতে ভালো ভালো ছবি তো আপলোড করে নিজের আনন্দের মুহূর্তগুলো বন্ধুদের সঙ্গে ভাগাভাগি করে নেওয়াও। আর সুন্দর ছবি তোলার জন্য চাই মনকাড়া পোশাক। কিন্তু আলমারি ভর্তি এত রংবেরঙের পোশাকের ভেতর থেকে কোনটি বেছে নেবেন আর কোনটি নেবেন না, তা নিয়ে সিদ্ধান্ত নিতে কেটে যাচ্ছে সময়।
আবার মাথায় ঘুরছে, দুই বা তিন দিনের ভ্রমণের জন্য কয়েকটা ব্যাগ ভর্তি করে কাপড় নিয়ে যাওয়া মোটেও বুদ্ধিমানের কাজ নয়। ঘুরতে গিয়ে এটা-ওটা কেনাকাটা তো করতে হবে। সেগুলো বাড়ি বয়ে আনার জন্য ব্যাগে খানিকটা জায়গা ফাঁকা রাখা চাই। এত সব বিবেচনা করে তাই ভ্রমণের আগে খুব বুদ্ধি খাটিয়ে ব্যাকপ্যাক ও লাগেজ গোছাতে হয়।