ইন্দোনেশিয়ার কম পরিচিত ৫টি সুন্দর দ্বীপ

www.ajkerpatrika.com প্রকাশিত: ২১ আগস্ট ২০২৫, ১৬:০৪

এশিয়ার জনপ্রিয় পর্যটনকেন্দ্রগুলোর অন্যতম ইন্দোনেশিয়া; বিশেষ করে বালি। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন, বালির বাইরে ইন্দোনেশিয়ায় আরও অনেক কিছু দেখার আছে? হ্যাঁ, আছে। বালি ছাড়াও দেশটিতে এমন পাঁচটি দ্বীপ আছে, যেগুলো এখনো কম পরিচিত। তবে সেগুলোর মনোমুগ্ধকর সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে। বিশ্বের বৃহত্তম দ্বীপপুঞ্জ ইন্দোনেশিয়ায় প্রায় ৭০ হাজার দ্বীপ রয়েছে। এর অনেক দ্বীপের সৌন্দর্য কল্পনাতীত। স্বপ্নময় নিসর্গ, স্থানীয় সংস্কৃতি এবং বিস্ময়কর প্রাকৃতিক ঘটনায় পরিপূর্ণ ওই অঞ্চলগুলো।


রাজা আম্পাত দ্বীপপুঞ্জ


পশ্চিম পাপুয়া প্রদেশের বান্দা সাগরে অবস্থিত চারটি রাজকীয় নিয়ে গঠিত রাজা আম্পাত দ্বীপপুঞ্জ। দ্বীপ চারটি হলো ওয়াইগেও, বাতানতা, সালাওয়াতি ও মিসুল। সেখানে স্বচ্ছ নীল পানির ওপর দাঁড়িয়ে আছে পর্বত। শক্তিশালী স্রোতের প্রভাবে গঠিত হয়েছে বিশ্বের অন্যতম বৈচিত্র্যময় প্রবালপ্রাচীর। পাথুরে শিখর আর ম্যানগ্রোভ অরণ্যের মাঝে এক রঙিন সামুদ্রিক জীবজগৎ বিরাজ করছে দ্বীপগুলোজুড়ে। এই দ্বীপপুঞ্জে রয়েছে পৃথিবীর ৭৫ শতাংশ পরিচিত প্রবাল এবং এক হাজারের বেশি মাছের প্রজাতি। এসব মিলে রাজা আম্পাত দ্বীপপুঞ্জ হয়ে উঠেছে সামুদ্রিক জীববৈচিত্র্যের কেন্দ্রবিন্দু।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও