ধর্ম সহিষ্ণুতার শিক্ষা দেয়

জাগো নিউজ ২৪ মাহমুদ আহমদ প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২৫, ১৭:১৪

ধর্ম মানুষের নৈতিক মূল্যবোধকে জাগ্রত করে আর মন্দকর্ম থেকে বিরত রাখে। যারা সৎকর্মশীল তাদের জন্য ধর্ম সব সময়ই হেদায়াতের কারণ। পবিত্র কুরআনে আল্লাহপাক ইরশাদ করেছেন, ‘সৎকর্মশীলদের জন্য হেদায়াত এবং রহমত স্বরূপ, যারা নামাজ কায়েম করে, জাকাত দেয় এবং পরকালে দৃঢ়বিশ্বাস রাখে, এরাই তাদের প্রভু-প্রতিপালকের পক্ষ থেকে অবতীর্ণ হেদায়াতে প্রতিষ্ঠিত আর এরাই সফল হবে।’ (সুরা লুকমান, আয়াত: ৩-৫)।


যুগে যুগে নবী-রাসুলগণ উন্নত ও যুগোপযোগী জীবন বিধান নিয়ে এসেছেন। কেননা আল্লাহ কারো ওপর তার সাধ্যের অতিরিক্ত দায়িত্ব অর্পণ করেন না। মানব শিশু মানবীয় সমস্ত বৈশিষ্ট্য ধারণ করলেও একমাত্র পরিণত বয়সেই সে এর সমস্ত কিছুর উপযুক্ত ব্যবহার নিশ্চিত করতে পারে। তাই বলে এর আগে তাকে দেয়া শিক্ষা তো মূল্যহীন নয়। যেমন আমরা সবাই জানি, পশু জন্ম নিলেই পশু কিন্তু মানুষ জন্ম নিলেই মানুষ নয়, তাকে পুনরায় মানুষ হিসাবে জন্ম নিতে হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও