
ঢাকার বাতাস আজ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’
বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় আজ দশম স্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। এয়ার কোয়ালিটি ইনডেক্সে ১০৬ স্কোর নিয়ে ঢাকার বাতাসের মান ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। শুক্রবার সকাল ৮টায় বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের সূচক থেকে এ তথ্য জানা গেছে।
এদিন দূষণের শীর্ষে রয়েছে নেপালের কাঠমান্ডু।
একিউআই ২৪৫ স্কোর নিয়ে শহরটির বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।
তালিকায় এরপরেই রয়েছে ভারতের দিল্লি (১৯২), মিশরের কায়রো (১৬৬), সংযুক্ত আরব আমিরাতের দুবাই (১৬৫)। শহরগুলোর বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।
আজ ঢাকার শীর্ষ তিন দূষিত এলাকা মিরপুর ৬ এর শিয়ালবাড়ি সরকারি কর্মকর্তাদের কোয়ার্টার (১১৫), গুলশান লেক পার্ক (১১৫) ও বেচারাম দেউড়ি (১১০)।