বাংলাদেশের স্বাধীনতার ৫৫ বছর উপলক্ষে বাংলাদেশ ইউনিটি ফেডারেশন অব লস অ্যাঞ্জেলস (বাফলা) আয়োজন করছে বর্ণাঢ্য এক উৎসব। ‘বাংলাদেশ ডে প্যারেড অ্যান্ড ফ্যাস্টিভ্যাল’ শিরোনামের উৎসবটিতে চমক হিসেবে উপস্থিত হবেন চিত্রনায়িকা মৌসুমী।
লস অ্যাঞ্জেলসে অনুষ্ঠিত হতে যাওয়া আয়োজনটিতে মৌসুমী বেশ কিছু গানের সঙ্গে পারফর্ম করবেন। একইমঞ্চে আরও পারফর্ম করবেন লোকগানের জনপ্রিয় গায়ক সেলিম চৌধুরী ও গায়িকা দিনাত জাহান মুন্নী।
বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা আনিসুর রহমান মিলন ও মডেল অভিনেত্রী নোভা এই অনুষ্ঠানের উপস্থাপনা করবেন।
২০০৬ সাল থেকে নিয়মিতভাবে বাংলাদেশের স্বাধীনতা উদযাপনের জন্য এই আয়োজনটি করে আসছে বাফলা। ২৯টি সংগঠন নিয়ে গঠিত ফেডারেশন বাফলা। বাংলাদেশিদের স্বার্থে তারা নানান কার্যক্রম চালিয়ে থাকে।