কাশ্মীরে হামলার ঘটনায় বিশ্বের বিভিন্ন দেশের প্রতিক্রিয়া

জাগো নিউজ ২৪ কাশ্মীর প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২৫, ১৫:৪৪

ভারতশাসিত কাশ্মীরে মঙ্গলবার বন্দুকধারীদের হামলায় অন্তত ২৬ জন নিহত এবং আরও ১৭ জন আহত হওয়ার ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন বিশ্বনেতারা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী, ইরান, ইসরায়েল সবাই এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে।


এই হামলার ঘটনার সময় সৌদি সফরে ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সফর কাটছাঁট করে বুধবার ভোরেই তিনি ভারতে ফিরে এসেছেন। দেশে ফেরার আগেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মোদীর ফোনে কথা হয় বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।


যুক্তরাষ্ট্র-পাকিস্তানের প্রতিক্রিয়া


বর্তমানে ভারতে সফর করছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। তিনি মঙ্গলবারই নিজের এক্স হ্যান্ডলে লিখেছেন, ঊষা এবং আমি ভারতের পহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় নিহতদের প্রতি সমবেদনা জানাই। গত কয়েকদিনে আমরা এই দেশ এবং দেশের মানুষের সৌন্দর্যে অভিভূত হয়েছি। এই ভয়াবহ হামলার পর তারা যখন শোক পালন করছেন, তাদের সঙ্গে আমরাও প্রার্থনা করছি।


ভারত শাসিত কাশ্মীরে মঙ্গলবারের হামলার ঘটনায় পাকিস্তান থেকেও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়েছে। এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শাফকাত খান হামলার শিকার ব্যক্তিদের প্রতি সহানুভূতি জানিয়েছে। তিনি জানিয়েছেন, পর্যটকদের প্রাণহানির ঘটনায় তারা খুব উদ্বিগ্ন।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও