You have reached your daily news limit

Please log in to continue


৩০০ কোটি ডলারে উইন্ডসার্ফ যাচ্ছে ওপেনএআই মালিকানায়?

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই কোডিং স্টার্টআপ উইন্ডসার্ফ’কে তিনশ কোটি ডলারে কিনতে আলোচনা করছে চ্যাটজিপিটি নির্মাতা ওপেনএআই।

আমেরিকান সংবাদমাধ্যম সিএনবিসি প্রতিবেদনে লিখেছে, নিজেদের কোডিং সিস্টেমকে সহায়তার লক্ষ্যে এআইনির্ভর উইন্ডসার্ফ কিনতে প্রায় তিনশ কোটি ডলার মূল্য নিয়ে আলোচনা করছে মার্কিন প্রযুক্তি কোম্পানিটি।

বর্তমানে আরেকটি জনপ্রিয় এআই কোডিং টুল ‘কার্সর’-এর সঙ্গে প্রতিযোগিতা করছে আগে কোডিয়াম নামে পরিচিত ‘উইন্ডসার্ফ’ স্টার্টআপটি। পাশাপাশি মাইক্রোসফট, অ্যানথ্রপিক ও ওপেনএআইয়ের মতো বিভিন্ন কোম্পানির নানা এআই কোডিং ফিচারের সঙ্গেও প্রতিযোগিতা করছে উইন্ডসার্ফ।

উইন্ডসার্ফ’কে ওপেনএআই কিনছে এমন খবর প্রথম প্রকাশ করে মার্কিন বাণিজ্য প্রকাশনা ব্লুমবার্গ।

সিএনবিসি প্রতিবেদনে লিখেছে, জেনারেটিভ এআই দৌড়ে এগিয়ে থাকার জন্য ছুটে চলেছে ওপেনএআই, যেখানে গুগল, অ্যানথ্রপিক ও ইলন মাস্কের এক্সএআই’সহ অনেক প্রতিযোগী কোম্পানি রয়েছে। এআই খাতে বিনিয়োগের পাশাপাশি নিয়মিতভাবে নতুন পণ্যও আনছে এসব কোম্পানি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন