নাসুম আহমেদকে চড় মারার ঘটনাই হয়ত বাংলাদেশ ক্রিকেটে চন্ডিকা হাথুরুসিংহে অধ্যায়ের ইতি টেনে দিয়েছিল। অন্তত লঙ্কান কোচকে বিদায় করার দিনে সেটাই প্রকাশ্যে এনেছিলেন বোর্ড সভাপতি ফারুক আহমেদ। ২০২৩ সালের বিশ্বকাপে ঘটে যাওয়া সেই ঘটনা আজ আবার নতুন করে দেশের ক্রিকেটপাড়ায় নতুন খবরের জন্ম দিয়েছে।
অবশ্য এর পেছনের কারণ বাংলাদেশের সাবেক তিন কোচ। টাইগার ক্রিকেট থেকে অব্যহতি পাওয়া হেডকোচ চন্ডিকা হাথুরুসিংহে, ব্যাটিং কোচ নিক পোথাস এবং স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ– প্রত্যেকেই সম্প্রতি কথা বলেছেন নাসুমের চড়-কাণ্ড নিয়ে। আর তাতে কোচ হাথুরুর পক্ষেই যেন কথা বললেন সাবেক দুই কোচ।