You have reached your daily news limit

Please log in to continue


মগের মুল্লুক ও মবের মুল্লুক সমাচার

‘মগের মুল্লুক’ কথাটির উৎপত্তি নিয়ে কারো ব্যাপক আগ্রহ না থাকলেও যাপিত জীবনে এর মুখোমুখি হতে হয়নি এমন লোকের সংখ্যা এ বাঙ্গাল মুল্লুকে কম। রাগের মাথায় আমরা অনিয়মকারীকে বলে থাকি ‘মগের মুল্লুক পেয়েছ?’ মগ জাতি সেই কবে তার মুল্লুকের রাজত্বহারা হয়েছে তার হিসাব নাই, তবে সেই মুল্লুকে তাদের যে সংস্কৃতি ছিল সেটাকে এ জাতি স্মরণে রেখে ধারণ করেছে।

প্রচলিত আছে, ষোল শতকে বর্তমান বাংলাদেশ যখন মোগল শাসনের আওতাধীন ছিল তখন এ দেশের দক্ষিণাঞ্চলের উপকূলে পর্তুগিজ জলদস্যু এবং মগরা নৌপথে এসে লুটপাট চালায়, একদিকে মোগল সুবেদাররা নৌপথের সঙ্গে তেমন পরিচিত ছিল না, অন্যদিকে মগ ও পর্তুগিজ দস্যুরা ছিল নৌপথের যুদ্ধে পটু। ফলে মোগলদের পক্ষে মগদের সঙ্গে যুদ্ধে পেরে ওঠা ছিল অসাধ্য। ঢাকার সুবেদার খান-ই-দুরান নাকি মগদের ভয়ে রাজমহল ছেড়ে পালিয়েছিলেন। মগদের লুটপাট, অত্যাচার এতটাই ভয়ংকর ছিল যে তারা এ দেশের লোকজন পর্যন্ত ধরে নিয়ে গিয়ে অন্য দেশে বিক্রি করত এবং মোগল আমল, সুলতানি আমল পেরিয়ে মগদের অত্যাচার আঠারো শতক পর্যন্ত জারি ছিল বলে জানা যায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন