তেল ও মৃদু শ্যাম্পুতেও চুলের ডগা ফাটা কমছে না, যেভাবে সমাধান করবেন

যুগান্তর প্রকাশিত: ২০ এপ্রিল ২০২৫, ১৪:২৮

আপনার চুলের ডগা ফাটার সমস্যায় চিন্তিত। তেল মেখেও কাজ হচ্ছে না। আর তেল মাখার পরও রুক্ষ ভাব কমছে না। ডগা ফেটে যায়। এমন চুলের জন্য দরকার বাড়তি আর্দ্রতার। আর সে কারণেই প্রাকৃতিক উপাদান দিয়ে বানিয়ে ফেলুন চুলের মাস্ক। ব্যবহার করে দেখুন মাস্ক কীভাবে চুলের ডগা ফাটা কমবে।


শীত হোক কিংবা গ্রীষ্ম—চুল সবসময়েই রুক্ষ থাকে। তেল মাখছেন। চুল সোজা করার জন্য বৈদ্যুতিক যন্ত্রও ব্যবহার করছেন। কিন্তু কোনো কিছুই চুল ঠিক হচ্ছে না। একেবারে শ্রীহীন। এমনটি হয় অনেকেরই। তেল মাখার পরও উল্টো চুলের ডগা ফেটে যায়। মোটেই চুল বাড়তে চায় না। 


আপনি চুলের ডগা ফাটা এড়াতে যা করবেন, তা হচ্ছে— সরাসরি চড়া রোদ যাতে চুলে না পড়ে, সে জন্য ছাতা কিংবা টুপি ব্যবহার করুন। এ ছাড়া ব্যবহার করতে পারেন লিভ-ইন কন্ডিশনার। অনেকে যন্ত্রের সাহায্য চুল শুকিয়ে নেন। অতিরিক্ত তাপ ও যন্ত্রের গরম হাওয়াও ডগা ফাটার সমস্যা বাড়িয়ে দিতে পারে। চুল এমনি শুকিয়ে নিন। এমনকি বালিশের ঢাকনা ব্যবহার করুন, যা সুতির ও নরম হয়। চুল যাতে বেশি ঘষা না খায় সেদিকে লক্ষ রাখুন।


আর চুলের রাসায়নিক যুক্ত রঙ ব্যবহার না করাই ভালো। এতেও চুল রুক্ষ হয়ে যায়। গরম পানি দিয়ে চুল ধুলেও এমন সমস্যা হতে পারে। সে ক্ষেত্রে পর্যাপ্ত পরিমাণে পানি খাওয়া দরকার।


 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও