‘নতুন সরকার বড় সুযোগ, এখানে বিনিয়োগ সম্ভাবনা রয়েছে’

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ২০ এপ্রিল ২০২৫, ০৯:৫১

আমেরিকান শীর্ষস্থানীয় তহবিল প্রদানকারী প্রতিষ্ঠান নিউ এনার্জি নেক্সাস। বিশ্বব্যাপী পরিচ্ছন্ন শক্তি বা নবায়নযোগ্য জ্বালানি নিয়ে যেসব উদ্যোক্তা কাজ করেন তাদের সহায়তা করে প্রতিষ্ঠানটি। ২০৩০ সালের মধ্যে তারা প্রায় এক লাখ উদ্যোক্তাকে সহায়তা করতে চায়।


২১ বছরে ৯ হাজার ৯৫৬টি উদ্যোগ ও এক হাজার ৪৮৩ ব্যবসায় ৪ দশমিক ৭ বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে নিউ এনার্জি নেক্সাস। যার মাধ্যমে ৮৩ হাজার কর্মসংস্থান হয়েছে। সম্প্রতি অনুষ্ঠিত বিনিয়োগ সম্মেলনে কথা হয় নিউ এনার্জি নেক্সাসের গ্লোবাল পার্টনারশিপ ডিরেক্টর স্টেইনলি এনজির সঙ্গে। 


আপনি কী ধরনের বিনিয়োগ করতে আগ্রহী?


স্টেইনলি এনজি: যেসব তরুণ উদ্যোক্তা নবায়নযোগ্য জ্বালানি নিয়ে কাজ করছে আমরা তাদের সঙ্গে কাজ করতে আগ্রহী। পরিচ্ছন্ন জ্বালানি নিয়ে কাজ করা উদ্যোক্তাদের ব্যবসার উন্নয়ন ও সমৃদ্ধিতে কাজ করি। বিভিন্ন প্রকল্প নিই, তাদের স্টার্টআপে বিনিয়োগ করি, বিনিয়োগকারী খুঁজে দিই। যাতে আরও বেশি তরুণ উদ্যোক্তা পরিচ্ছন্ন জ্বালানি নিয়ে কাজ করতে উৎসাহী হয়।


বাংলাদেশে আসার উদ্দেশ্য কী?


স্টেইনলি এনজি: আমি এর আগেও কয়েকবার বাংলাদেশে এসেছি। নিউ এনার্জি নেক্সাস আমেরিকান প্রতিষ্ঠান। আমরা বাংলাদেশে নতুন প্রকল্প নিয়ে কাজ করতে চাই। এবার এসেছি বিনিয়োগ সামিটে অংশ নিতে। নতুন সরকারের বিনিয়োগ দৃষ্টিভঙ্গি কেমন, কী ধরনের সুযোগ তারা বিনিয়োগকারীদের দিতে চান- এগুলো জানতে এবার এসেছি। এছাড়া তরুণ উদ্যোক্তাদের সঙ্গে দেখা করা, নতুন এক্সেলেটর প্রোগ্রাম নেওয়া, নতুন বাংলাদেশি ক্লাইমেট টেক প্রতিষ্ঠানকে সহায়তা করতে এসেছি।


বাংলাদেশের সম্ভাবনার জায়গাগুলো কী কী?


স্টেইনলি এনজি: বাংলাদেশের প্রধান শিল্পখাত কৃষি ও তৈরি পোশাক। তৈরি পোশাক খাতে আমাদের ব্যাপক কাজ করার সুযোগ আছে। নবায়নযোগ্য জ্বালানি, কৃষি প্রযুক্তি খাতে সম্ভাবনা আছে। কৃষক যেন সহজে বেশি ফসল উৎপাদন করতে পারে ও বিপণন করতে পারে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও