বড় ইলিশের ক্রেতা কম, নজর ছোট ইলিশে

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ২২ আগস্ট ২০২৫, ১৪:১৬

‘এক কেজি ওজনের ইলিশের দামে ৩ কেজি গরুর মাংস পাওয়া যায়, মানুষ বড় ইলিশ কেন কিনবে, ছোট ইলিশের স্বাদ তো খারাপ না।’


রাজধানীর মিরপুরে বাজারে ইলিশ কিনতে এসে এভাবেই বলছিলেন আব্দুর রহমান। তিনি ২৬০০ টাকা দিয়ে ২ কেজি ছোট ইলিশ (আধাকেজি ওজন) কিনেছেন।


মিরপুর-১২ নাম্বার সেকশনের মুসলিম বাজারের ৩টি দোকানে বিক্রি হচ্ছে ইলিশ মাছ। একটি দোকানে ১ কেজি বা তার চেয়ে বেশি ওজনের ইলিশ রয়েছে। পাশাপাশি কম ওজনের ইলিশ মাছও রয়েছে। আধা কেজি বা তার চেয়ে কম ওজনের ইলিশের বিক্রি ভালো হলেও, পড়ে রয়েছে বড় ইলিশ। বাকি দুই দোকানে কেবল ছোট আকারের ইলিশ। সেখানেও ক্রেতাদের ভিড় দেখা গেছে।


মিরপুর ১২ নাম্বার সেকশনের হাজী কুজরত আলী মার্কেট ও ১১ নাম্বার সেকশনের কাঁচাবাজারেও ইলিশ সরবরাহের একই অবস্থা।


শুক্রবার (২২ আগস্ট) সকালে বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।


ক্রেতা ও বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, এক সপ্তাহের ব্যবধানে ইলিশের দাম বেড়েছে ২০০-৩০০ টাকা। গত সপ্তাহে এক কেজি ওজনের ইলিশ বিক্রি হয়েছে ২২০০-২৪০০ টাকায়। আর জাটকার (৩-৪ পিসে ১ কেজি) কেজি ছিল ৬০০-৭০০ টাকা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও