You have reached your daily news limit

Please log in to continue


সৎ ব্যক্তিকে আল্লাহ পছন্দ করেন

মহান আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করেছেন তার শ্রেষ্ঠ সৃষ্টি হিসেবে। মানুষ সৃষ্টির মূল উদ্দেশ্য হলো আল্লাহপাকের ইবাদত করা, তার নির্দেশ অনুসারে জীবন পরিচালনা করা এবং পরকালের জন্য প্রস্তুতি নেওয়া। অথচ আমরা আমাদের সৃষ্টির উদ্দেশ্য ভুলে ছুটছি ভিন্ন পথে।

মহান আল্লাহপাক পবিত্র কুরআনে মানুষ সৃষ্টির উদ্দেশ্য উল্লেখ করে ইরশাদ করেন, ‘আমি জিন ও মানুষকে কেবল আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি।’ (সুরা জারিয়াত, আয়াত: ৫৬) এই আয়াত থেকে বোঝা যায়, দুনিয়ার জীবনের আসল উদ্দেশ্য হলো একমাত্র মহান আল্লাহর আনুগত্য করা এবং তার ইবাদত করা। কিন্তু আজ আমাদের মনোযোগ বাহ্যিকতা অর্জনের দিকেই বেশি। লোক দেখানো কিছু ইবাদত আর দান খয়রাত করলেও অন্তর নানান পাপে নিমজ্জিত। আমাদের কর্মময় জীবনের বেশির ভাগই চলছে অসৎভাবে, যার ফলে আজ আমাদের দু:খ কষ্ট পিছু ছাড়ছে না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন