চাচাতো ভাইয়ের সঙ্গে তর্ক থেকে সংঘর্ষ, একজন নিহত

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২৫, ০৮:৩৪

ব্রাহ্মণবাড়িয়ায় পারিবারিক বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় জামাল মিয়া (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার (১২ এপ্রিল) সন্ধ্যায় সদর উপজেলার বুধল ইউনিয়নের খাঁটিহাতা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জামাল ওই গ্রামের মধ্যপাড়ার শানু মিয়ার ছেলে।


ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফ্ফর হোসেন জানান, জামালের ছেলে সম্প্রতি কাজের সন্ধানে সৌদি আরব গেছেন। শনিবার সন্ধ্যায় জামাল তার চাচাতো ভাই বাবুলের ছেলের বিদেশ যাওয়া নিয়ে উপহাস করেন। এ নিয়ে দুজনের মধ্যে তর্কবিতর্ক হয়। এরই জেরে দুই পরিবারের সদস্যরা ইট-পাটকেল ও লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে প্রতিপক্ষের ছোড়া ঢিলে জামাল গুরুতর আহত হন। পরে পরিবারের লোকজন জামালকে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও