
পাকিস্তানের কোক স্টুডিওর শিল্পী আইমা আসছেন ঢাকায়
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ১০ এপ্রিল ২০২৫, ১৩:১৪
বাংলাদেশে গান শোনাতে আসছেন পাকিস্তানি সংগীতশিল্পী আইমা বেগ। 'রুল দ্য ওয়ার্ল্ড' কনসার্টে অংশ নিতে প্রথমবারের মত ঢাকায় আসছেন তিনি।
কনসার্টটির আয়োজন করেছে ইয়ামাহা মিউজিক বাংলাদেশ।
প্রতিষ্ঠানটির সিনিয়র মার্কেটিং এক্সকিউটিভ আল শাহরিয়ার সম্রাট গ্লিটজকে বলেছেন, শুক্রবার রাজধানীর একটি কনভেনশন হলে 'রুল দ্য ওয়ার্ল্ড' কনসার্টে গান শোনাবেন আইমা।
সম্রাট বলেন, "আমরা সবসময় 'এক্সক্লুসিভ' শো আয়োজন করার চেষ্টা করি। শুরুর পর থেকে এখন পর্যন্ত আমরা প্রায় ৪৫টির মত শো করেছি। এবারের আয়োজনটা আমাদের কিছু আমন্ত্রিত অতিথিদের জন্য।"
- ট্যাগ:
- বিনোদন
- ঢাকা সফর
- সঙ্গীতশিল্পী
- পাকিস্তানি