
চট্টগ্রামে সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
রাঙ্গুনিয়ার ইসলামপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগের নেতা ইকবাল হোসেন চৌধুরী মিল্টনকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নগরীর পাঁচলাইশ থানার ষোলশহর এলাকা থেকে রোববার গভীর রাতে তাকে গ্রেপ্তার করা হয় বলে ওসি মো. সোলায়মান জানিয়েছেন।
মিল্টন রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।
ওসি সোলায়মান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে রাতে ষোলশহর ইয়াকুব সেন্টারের সামনে থেকে মিল্টনকে গ্রেপ্তার করা হয়েছে।"
মিল্টনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।
- ট্যাগ:
- বাংলাদেশ
- গ্রেফতার
- সাবেক চেয়ারম্যান