
প্রেমের ময়দানে পা রাখলেন অক্ষয়পুত্র, কে এই সুন্দরী?
যুগান্তর
প্রকাশিত: ০৫ এপ্রিল ২০২৫, ১৮:১৮
বলিউড তারকা অক্ষয় কুমারের ছেলে প্রেম করছেন? হুমা কুরেশির ঈদ পার্টিতে রহস্যময়ী সুন্দরীকে নিয়ে এ দিন পার্টিতে যোগ দেন অক্ষয়পুত্র আরভ ভাটিয়া। পুরো সময় এক সঙ্গে কাটাতে দেখা যায় তাদের। এখানেই শেষ নয়, ওই সুন্দরী আরভের সঙ্গে একই গাড়িতে অনুষ্ঠান বাড়িতে আসেন!
কে এই সুন্দরী? আরভের সঙ্গে কী সম্পর্ক তার? ইনিই কি তা হলে অক্ষয় কুমার-টুইঙ্কল খান্নার হবু বৌমা? না হলে এক গাড়িতে পার্টিতে আসেন কী করে?
কৌতূহল মাথাচাড়া দিলেও উত্তর যথারীতি মেলেনি। তবে আরভ এ দিন সঙ্গিনীকে নিয়ে যথেষ্ট সপ্রতিভ ভাবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সে দিকটিও কারো নজর এড়ায়নি। কালো রঙের পাঞ্জাবিতে আরভ ভীষণ ঝকঝকে। হাতে জড়ানো ছিল বেলফুলের মালা। গাড়িতে তার পাশে রহস্যময়ী লাল সালোয়ার-কামিজের সুন্দরী। উভয়ে হাসিমুখে ছবিশিকারিদের ক্যামেরায় ধরা দেন! তখনো কোনো জড়তা নেই তাদের মধ্যে।