
মাঝরাতে ক্ষেপেছেন পরীমনি, দুষলেন গণমাধ্যমকে
মাঝরাতে হঠাৎ ক্ষেপেছিলেন ঢালিউড তারকা পরীমনি। থানায় তার বিরুদ্ধে হওয়া একটি অভিযোগের ওপর ভিত্তি করে খবর প্রকাশ করায় দুষেছেন গণমাধ্যমকে। অভিনেত্রীর ক্ষোভ মূলত তার বক্তব্য ছাড়া কেবল অভিযোগকারীর লিখিত অভিযোগের ওপর ভিত্তি করে খবর প্রকাশ করায়।
গতরাতে থানায় অভিযোগ দায়ের করার ঠিক পর পর জাগো নিউজ যোগাযোগ করে পরিমনির সঙ্গে। সে সময় এই অভিনেত্রী নিজের বক্তব্য তুলে ধরেন। তিনি জানান অসহায় একজন তরুণীকে খন্ডকালীন কাজের জন্য বাড়িতে জায়গা দিয়েছিলেন। কিন্তু কিছুদিন না যেতেই ওই তরুণীর কর্মকাণ্ডে সন্দেহ তৈরি হয় পরিমনির। এ কারণে তাকে বিদায় করে দিতে চেয়েছিলেন তিনি। তারপর থেকেই শুরু হয় জটিলতা। এ নিয়ে অভিনেত্রীর পুরো বক্তব্য তুলে ধরে জাগো নিউজ।
গতকাল দিবাগত রাত পৌনে দুইটায় ফেসবুক লাইভে নিজের বক্তব্য তুলে ধরেন পরীমনি। প্রায় ২১ মিনিটের ওই লাইভে তার বিরুদ্ধে ওঠা অভিযোগ আইনিভাবে মোকাবিলার কথা জানান এই অভিনেত্রী।
- ট্যাগ:
- বিনোদন
- ক্ষোভ প্রকাশ
- খবর প্রকাশ
- পরী মণি